
Subhankar Dutta
Academician / Creative Writer / Theatre Artist
কবিতাগুচ্ছ
কিছু কিছু কথা
মৃত্যুর আহ্লাদ
সংশপ্তক পত্রিকায় প্রকাশিত (২০২০)

আমার বাঁচার জানলায় মৃত্যু এসে দাঁড়ায়।
তার আপন করে নেওয়া দুচোখে আমি বাঁচতে শিখি।।
হাল্কা হয় ভয়ের নেশা,
পাওয়া না-পাওয়ার বাহানায় সুখ,
জন্মের পরে বাঁচার শ্রাবণ,
মৃত্যুভয় আর তার শুকনো চিবুক।।
কত না বলা কথার শব্দ ভীড় করে
ওই জানালার ফাঁকে,
আমি দীর্ঘনিস্বাস নিই,
আসা যাওয়ার আঁকে বাঁকে!
কালো মেঘে জট ধরে
ওই, জল চিরুনিরা দেয় আড়ি,
বাঁচতে বাঁচতে বাঁচলামই শুধু,
জানলামনা কোথায় মৃত্যুর বাড়ি?
সে বাড়ি ওই অপুর উঠোন,
খোয়াই নদী, আমবন,
তার পথের ধারে বিশ্রামাগার,
নাম- কিচ্ছুক্ষণ!
সেই কিছুক্ষণেই মান অভিমান, কলম কাগজ ঝগড়া,
সেই কিছুক্ষণেই তুমি আমি জাত-বিরেতের মহড়া!
সেই কিছুক্ষণেই স্নিগ্ধ নদী, বাঁশবন আর ধানক্ষেত,
সেই কিচ্ছুক্ষণই কষ্ঠিপাথর, ভালোবাসার জেদ!
সেই কিচ্ছুক্ষণেই আর কিচ্ছুক্ষণ বাঁচতে চাওয়ার স্বাদ!
সেই কিছুক্ষণের জীবন নিয়েই মৃত্যুর আহ্লাদ!!
তোমার মেয়েলি চোখে
পুরুষালি স্বপ্নের যে মহড়া দেখেছি আমি,
তাই আজ আমার পকেট ভর্তি সুখের কবিতা হয়েছে।
হয়েছে আমার না জাগা রাতের হতাৎ জাগরণ,
হয়েছে আমার দুপুর রৌদ্রে জীবনের আহরণ।
হয়েছে আমার ছুটে চলা সুখ-দুঃখের চেনা রঙ,
হয়েছে তোমার গভীর দুচোখে ভালোবাসার সে ঢঙ।
হয়েছে তোমার শাড়ীর আঁচলে নিপুন সুতীর কাজ,
হয়েছে তোমার শুভ্র শরীরে জীবনমুখী সাজ।
তোমার হেরে গিয়েও, টিকে থাকার যে সংগ্রাম দেখেছি নিজের চোখে,
তাই আজ আমার বিছানাভর্তি ঘুমকে নিয়েছে কেড়ে।
তাই, জেগেছে আমার না জাগা স্বপ্ন ভোর রাত্রের ঘুমে,
জেগেছে আমার সুপ্ত প্রেম যে, নির্বাক কোনো ধুমে।
জেগেছে আমার ছিটেফোঁটা যত স্বপ্ন সমাধি ছিল,
যাওয়ার বেলায় আমার হৃদয় সেইতো জাগিয়েছিল।
আজ তাই আর ঘুম নেই রাতে,
স্বপ্নঘুমের ঘোরে,
আজ তাই বসে কবিতা যে লিখি,
ব্যস্ততার এ ভোরে।।
এ ভোর
আলোকন পত্রিকায় প্রকাশিত
